মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু এবং প্রতিরক্ষা সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
এক শোক বার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বলেন, প্রার্থনা করছি পরিবারের সদস্যরা এই শোক কাটিয়ে উঠবেন।
বিডি প্রতিদিন/হিমেল