৯ আগস্ট, ২০২০ ১৫:২৩

সিনহা হত্যার ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন চান ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

সিনহা হত্যার ঘটনা তদন্তে নিরপেক্ষ কমিশন চান ডা. জাফরুল্লাহ

কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার হত্যার ঘটনার তদন্তে ‘নিরপেক্ষ কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ রবিবার দুপুরে এক প্রতিবাদ সভায় এই দাবি জানান তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, 'এই ঘটনার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার। এই তদন্ত করার জন্য আমার মতে এই পুলিশি ইনকোয়ারি দিয়ে হবে না। একটা নিরপেক্ষ কমিশন করে সেটা করতে হবে।'

তিনি অভিযোগ করে বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১০ শতাংশ পুলিশ অফিসার আছেন, তারা প্রদীপের (সদ্য সাময়িকভাবে বরখাস্ত প্রদীপ কুমার দাশ) মতোই। বাকিরা সজ্জন...।  এই ঘটনার তদন্ত কমিশন না হলে, এটা দেশের জন্য দুর্ভাগ্যজনক।'

জাতীয় প্রেস ক্লাবের সামনে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে বাংলাদেশের ক্ষেত্রে ভারতের নীতি প্রয়োগের প্রতিবাদে এই সমাবেশ হয়। সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতির জুনায়েদ সাকি, বাসদের বজলুর রশীদ ফিরোজ, ভাসানী অনুসারী পরিষদের নঈম জাহাঙ্গীর, রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুম, গণদলের এটিএম গোলাম মওলা চৌধুরী, ডাকসুর ভিপি নুরুল হক নুর, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের রকিবুল ইসলাম রিপন, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন ও সাবেক ছাত্র নেতা জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ বক্তব্য দেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর