স্থানীয় সরকারের পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভার ভোটগ্রহণ আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ বুধবার এই কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব মো. আলমগীর জানান, মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর (রোববার)। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর।
এছাড়া ডিসেম্বরের শেষ নাগাদ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলেও জানান ইসি সচিব।
বিডি প্রতিদিন/আরাফাত