২৭ মার্চ, ২০২১ ১৯:০৩
শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি বৈঠক অনুষ্ঠিত

'মিতালি এক্সপ্রেস' ট্রেনসহ কয়েকটি প্রকল্প উদ্বোধন, ৫টি সমঝোতা স্মারক সই

অনলাইন ডেস্ক

'মিতালি এক্সপ্রেস' ট্রেনসহ কয়েকটি প্রকল্প উদ্বোধন, ৫টি সমঝোতা স্মারক সই

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৫টি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া ঢাকা-নিউ জলপাইগুড়ি 'মিতালি এক্সপ্রেস' ট্রেনসহ কয়েকটি প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকে বসেন দুই দেশের প্রধানমন্ত্রী। বিকাল ৫টার দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলে টাইগার গেটে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে তারা একান্ত বৈঠকে মিলিত হন। এরপর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফর করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সকালে ঢাকা সফরে আসেন তিনি। আজ শনিবার রাতেই ভারতে ফেরার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর