আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, পশ্চিম-মধ্য ও এর কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি অগ্রসর হতে পারে উত্তর পশ্চিম দিকে। লঘুচাপটির বাড়তি অংশ উত্তর বাঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এতে এটি দেশের সংস্পর্শে আসলে পরবর্তী তিন দিনে বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে। তবে এটি এদিকে ধাবিত হওয়ার সম্ভাবনা কম।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াাসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সাথে সারাদেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
বিডি-প্রতিদিন/শফিক