প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বীর মুক্তিযোদ্ধারা সন্মানী ভাতার টাকা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিরোধের সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নিকট হস্তান্তর করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতির কমিটির নেতৃবৃন্দ।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচন প্রস্তুতির কমিটির চেয়ারম্যান বিএলএফ মুজিব বাহিনীর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই, মহাসচিব বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহারী বীর প্রতিক, ডা. একেএম শরিফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আহমদ, আলহাজ শরিফ উদ্দিন, মোশারফ হোসেন, আবুল বাসার, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, প্রকৌশলী শাহ পরায়ন সিদ্দিক তারেক, তানিয়া হক শোভা প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা সফিকুল বাহার মজুমদার টিপু জানান, করোনাভাইরাস প্রতিরোধে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি সমাজের বিত্তবান মানুষকে করোনা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আমরা বীর মুক্তিযোদ্ধাগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করেছি।
তাই বঙ্গবন্ধুকন্যার আহ্বানে সাড়া দিয়ে ভাতার টাকা বাঁচিয়ে মাস্ক, উন্নত মানের হ্যান্ড স্যানিটাইজারসহ করোনা প্রতিরোধ সামগ্রী জাতির পিতার নামে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে’ হস্তান্তর করেছি। এছাড়াও আমরা গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
বিডি প্রতিদিন/আল আমীন