ডলারের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার আন্তঃব্যাংক প্রতি ডলারের বিনিময় মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ টাকা ৪৫ পয়সা, যা আগে ছিল ৯২ টাকা ৯৫ পয়সা।
গতকাল সোমবার ডলারের দাম ছিল ৯২ টাকা ৯৫ পয়সা। একদিনের ব্যবধানে টাকার মান কমলো ০.৫০ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, মঙ্গলবার প্রতি ডলার ৯৩ টাকা ৪৫ পয়সা দরে ব্যাংকগুলোর কাছে ৪ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ