শিরোনাম
- জাবি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের ক্যাম্পাসে মোটরসাইকেলে প্রবেশ নিষেধ
- দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন, বর্জন যুক্তরাষ্ট্রের
- চাপের মুখে ডিজিটাল নীতিমালা শিথিল করতে যাচ্ছে ইইউ
- সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে শক্ত অবস্থানে থাকার আহ্বান মঈন খানের
- পাকিস্তানের আকাশসীমা বন্ধে বিপাকে এয়ার ইন্ডিয়া, চীনের আকাশ ব্যবহারে লবিং
- ফিলিপাইনে বিক্ষোভের মুখে দুই মন্ত্রীর পদত্যাগ
- ঝিনাইগাতীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
- মাইলফলকের ম্যাচে মুশফিকের ফিফটি
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ কর্মীসহ গ্রেপ্তার ১৭
- অত্যাধুনিক চীনা সাবমেরিন পাচ্ছে পাকিস্তান, ভারতের আধিপত্যে চ্যালেঞ্জ
- রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১
- নারী ক্রিকেটারদের নিয়ে লিঙ্গ সংবেদনশীলতা কর্মশালা
- একজন নয়, প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন সেনাসদস্য চায় জামায়াত
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : মির্জা ফখরুল
- দেশজুড়ে মোবাইল ফোন বিক্রির সব দোকান বন্ধের ঘোষণা
- নির্বাচন কমিশনকে দৃষ্টান্তমূলক ভূমিকা রাখার আহ্বান জোনায়েদ সাকির
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
উৎকণ্ঠা কাটেনি করতোয়ার পাড়ে, মৃত্যু বেড়ে ৬৮
পঞ্চগড় প্রতিনিধি
অনলাইন ভার্সন
পঞ্চগড়ের বোদা উপজেলায় ইঞ্জিনচালিত নৌকা ডুবে মঙ্গলবার বিকেল পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোর থেকে ফায়ার সার্ভিসের ১২টি ডুবুরির দল মরদেহ উদ্ধারে কাজ করছে। তাদের সাথে কাজ করছে স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। মঙ্গলবার ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেককে এখনো খুঁজে না পেয়ে আর্তনাদ স্বজনরা।
রবিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার মারেয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকার করতোয়া নদীতে শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। বেশ কয়েকজন সাঁতরে পার হলেও আর কতজন নিখোঁজ রয়েছে তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সরকারি ভাবে আরও ৪ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে নৌযাত্রীদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের কালো মেঘে ছেয়ে গেছে সারা পঞ্চগড়। এখনো সেখানে চলছে শোকের মাতম। নিখোঁজের স্বজনরা করতোয়া পারে আহাজারি করছেন ।
ফায়ার সার্ভিসের রংপুর বিভাগের ডেপুটি ডিরেক্টর জানান, পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম ও রাজশাহী থেকে ১২টি ডুবুরি দল সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থল থেকে ভাটি অংশের ২৫/৩০ কিলোমিটার পর্যন্ত অভিযান চালানো হচ্ছে। মঙ্গলবার ১৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ৩০ জন, শিশু ২১ জন এবং পুরুষ ১৭ জন রয়েছে। নিহত ১৭ জন হলেন সনেকা (৫৭), হরিকিশোর (৪৫), শিল্টু বর্মণ(২৮), মহেন চন্দ্র (৩০),ভুমিকা রায় পুজা ( ১৫), আঁখি রানি (১৬), সুমি রানী (৩৪), পলাশ চন্দ্র বর্মণ (১৭), ধৃতি রানী (১০), সজিব রায় (০৮),পুতুল (১৫),কবিতা (১১),যত্না রাণী (৪০), মলিন্দ্রনাথ বর্মণ (৫৬), মনিভূষণ বর্মণ(৪৬),মুনিকা (৩৮), দোলা রাণী (৫)। এদের মধ্যে দেবীগঞ্জ উপজেলার ১৭, বোদা ৪৫, আটোয়ারী ২, ঠাকুরগাঁও সদর ৩ এবং পঞ্চগড় সদরের ১ জন নাগরিক। নিহত প্রত্যেক পরিবারকে ধর্মমন্ত্রাণলের পক্ষ থেকে ২৫ হাজার, জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার এবং রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে।
ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। আগামীকাল বুধবার তদন্ত রিপোর্ট প্রকাশ করার কথা রয়েছে।
স্থানীয় এমপি রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন আজও ঘটনাস্থল পরির্দশন করেছেন। জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাসহদ আরও অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন। তার সাথে কথা হয়েছে। তিনি ফিরলেই যারা প্রাণ হারিয়েছে তাদের কি ধরনের সহায়তা করা হবে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর