১ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৩

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনা খরচে ৪৩ রোগীর ছানি অপারেশন

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনা খরচে ৪৩ রোগীর ছানি অপারেশন

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ৪৩ রোগীর বিনা খরচে চোখের ছানি অপারেশন করা হয়েছে।

বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থার যৌথ উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন- ডা. মৌটুসি ইসলাম এবং ডা. রুবিনা আক্তার। এ ক্যাম্পের মাধ্যমে ২৪ জন পুরুষ এবং ১৯ জন নারীসহ মোট ৪৩ জন রোগীর অপারেশন করা হচ্ছে। এর মধ্যে ৪৩ জনেরই ছানি অপারেশন করা হবে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচ আর অ্যান্ড অ্যাডমিনিস্টেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারাদেশে বিনা খরচে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে প্রায় এক হাজার ৭০০-র বেশি রোগীকে বিনাখরচে অপারেশন করা হয়েছে।

ক্যাম্পটি গত ২২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জের নবাব জায়গীর রহমানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সেখানকার ৪৩ জন রোগীর অপারেশন করা হয় বৃহস্পতিবার।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর