একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নির্যাতনের শিকার পাঁচ বীর কন্যাকে সংবর্ধনা দিয়েছে বেসরকারি নারী সংগঠন ‘চেষ্টা’। সোমবার (১৩ মার্চ) রাতে রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা অর্থ এবং উত্তরীয় তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি এই নারী মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাদের এই ত্যাগের কারণেই আজকের এই বাংলাদেশ। তাদের প্রতি সরকারের পাশাপাশি 'চেষ্টা' সংগঠনের কার্যক্রমের প্রশংসা করেন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, ‘চেষ্টা’ দীর্ঘ এক যুগ থেকে বীর কন্যাদের জন্য নিরবে কাজ করে যাচ্ছে। চেষ্টার কার্যক্রমের সাথে সমাজের বিত্তবানেরা এগিয়ে আসলে, এই সংগঠনটি, সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য অনেক বেশি সাহায্য ও সহযোগিতা করতে পারবে।অ্যারমা দত্ত এমপি ‘চেষ্টা’র প্রেসিডেন্ট এবং সদস্যদের ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সংগঠনটির উপদেষ্টা লে. জেনারেল হারুন অর রশিদ বীর প্রতিক বলেন, ২০১১ সালে ‘চেষ্টার’ যাত্রা শুরু। দেখতে দেখতে আজ এক যুগে পদার্পণ করেছে। সকলের প্রচেষ্টায় আরও এগিয়ে যাবে চেষ্টা।
এসময় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন চেষ্টা’র উপদেষ্টা ও বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন। তিনি বীর কন্যাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘চেষ্টা’র সভাপতি লায়লা নাজনীন হারুণ। সংবর্ধনা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
অন্যদের মধ্যে বক্তব্য দেন চেষ্টার উপদেষ্টা জহিরুল হক। বিগত দেড় বছরের রিপোর্ট পড়ে শোনান সংগঠনের সাধারণ সম্পাদক দিলরুবা বেগম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন