১৪ অক্টোবর, ২০২৩ ১৯:২৯

রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা এ্যানি

অনলাইন ডেস্ক

রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা এ্যানি

সংগৃহীত ছবি

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের মামলায় চারদিনের রিমান্ড শেষে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বুধবার (১১ অক্টোবর) তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর ধানমন্ডি থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার (১০ অক্টোবর) গভীর রাতে ধানমন্ডির বাসা থেকে এ্যানিকে আটক করে পুলিশ।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর