১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০১:১৪

বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদার আটক

অনলাইন ডেস্ক

বরিশাল-২ আসনের সাবেক এমপি শাহে আলম তালুকদার আটক

সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার

বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারকে আটক করেছে পুলিশ। বর্তমানে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানায় আটক অবস্থায় আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, তাকে শনিবার রাতে মারধরের পর থানায় দিয়েছে জনতা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।শনিবার দিবাগত রাতে গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার গুলশান থানায় আটক আছেন। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে মামলা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর