সমবায় অধিদপ্তরের নিবন্ধিত দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেডের (কালব) ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে আগামী ১৬ ও ১৭ মে কক্সবাজারে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রেডিট ইউনিয়ন ফোরামে অংশ নেওয়া সংক্রান্ত দেওয়া চিঠির কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়েছে।
এসংক্রান্ত এক রিট আবেদনে প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নাজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ গত মঙ্গলবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মহিউদ্দিন ইউসুফ।
রিটকারী পক্ষের এই আইনজীবী বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২০২২ সালের ১১ নভেম্বর নির্বাচনের মাধ্যমে তিন বছরের জন্য কালবের ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কিন্তু গত বছর এই কমিটি ভেঙে যায়। অনিয়ম-বিচ্যুতির অভিযোগ তুলে গত বছর ২৯ জুলাই ভাইস চেয়ারম্যান, সম্পাদকসহ ৭ জন কালব থেকে পদত্যাগ করেন।
বিষয়টি সমবায় অধিদপ্তরকে জানানোর পর অধিদপ্তর অ্যাডহক কমিটি গঠনের উদ্যোগ নেয়। অ্যাডহক কমিটি কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে কালবের ব্যবস্থাপককে চিঠি দিয়ে প্রস্তাবনা চাওয়া হয়। কিন্তু ব্যবস্থাপক সেই চিঠিতে সাড়া না দিয়ে ৫ জন মিলে পদত্যাগ করা শূন্য পদগুলোতে ৭ জনকে কো-অপ্ট (যুক্ত) করে কমিটি পরিচালনা করতে থাকে। এ অবস্থায় কালবে অ্যাডহক কমিটি গঠন করতে অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে আবেদন করেন কালবের সদস্য মো. হাবিবুর রহমান।
এদিকে গত ২৯ এপ্রিল এজিএমের তারিখ ঘোষণা করে কালব। ১৫ মে এজিএমের তারিখ রাখা হয়। পরে কালবের এই এজিএম ঘোষণার বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাবিবুর রহমান হাইকোর্টে রিট করেন।
আইনজীবী মহিউদ্দিন ইউসুফের দেওয়া বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এজিএম করতে যাওয়া কমিটির নেওয়া সব সিদ্ধান্ত বাতিল করতে সমবায় অধিদপ্তরের মহাপরিচালকের দপ্তরে আবেদন করেন রিট আবেদনকারী। এই আবেদনটি হাইকোর্টের আদেশের আদেশের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়।