চীন সবসময় বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা জানান।
ওয়াং ই বলেন, চীন সবসময় বাংলাদেশের একজন বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার হতে ইচ্ছুক।
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেন, চীন বাংলাদেশে একটি সুষ্ঠু সাধারণ নির্বাচন এবং তাদের জাতীয় অবস্থার জন্য উপযুক্ত একটি উন্নয়ন পথ অন্বেষণে সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
ওয়াং ই আরও বলেন, এ বছর চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী। এটি অতীত ও ভবিষ্যতের সংযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, চীন বাংলাদেশসহ অন্যান্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে আধুনিকীকরণ অর্জন এবং এশিয়ার উন্নয়নে অবদান রাখতে ইচ্ছুক।
সূত্র : সিজিটিএন
বিডি প্রতিদিন/কেএ