ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনাও রয়েছে।
শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া আজ দিনের তাপমাত্রা সামান্য কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টিপাত কিছুটা স্বস্তি নিয়ে এলেও আর্দ্রতার মাত্রা বেশি থাকায় গরম অনুভব হতে পারে। তবে দিন বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হতে পারে।
বিডি প্রতিদিন/আশিক