গোপালগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড সবসময়ই দেশের স্বার্থে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। চলমান পরিস্থিতিতে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এ বাহিনী। সাধারণ জনগণের সহায়তা ও আস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড।
বিডি প্রতিদিন/একেএ