বুধবার, ৩ ডিসেম্বর, ২০১৪ ০০:০০ টা

বিএনপির মাসব্যাপী কর্মসূচি

মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকালে দলের শীর্ষ নেতাদের নিয়ে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে বেগম খালেদা জিয়ার শ্রদ্ধা নিবেদন। পরে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ। এদিন দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণসহ কালো পতাকা উত্তোলন করা হবে।
পরদিন ১৫ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর ভোর ৬টায় খালেদা জিয়ার নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, সকাল ৯টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন এবং বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। এ উপলক্ষে মহানগর বিএনপি আগামী ১৭ ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবে। তাছাড়া মহান বিজয় দিবসে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। এ ছাড়া আগামী ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবসটিকে বিএনপি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবে পালন করবে এবং এ উপলক্ষে ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করবে। এ ছাড়াও ’৯০ এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে ১৮ ডিসেম্বর ঢাকায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।
 

সর্বশেষ খবর