বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০১৮ ০০:০০ টা

তরুণদের লেখনী শক্তি ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখাবে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা তরুণদের লেখনী শক্তি ভবিষ্যৎ প্রজন্মকে আলোর পথ দেখাবে বলে মন্তব্য করেছেন। গতকাল বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সামাজিক সংগঠন আন-নূর ফাউন্ডেশন আয়োজিত অনলাইন ভিত্তিক ৫টি বিষয়ের ওপর রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের পুরস্কার বিতরণী ও তরুণ লেখক সম্মেলনে বক্তারা একথা বলেন। মুফতি আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন এন এ এম বদরুদ্দীন, অধ্যাপক ড. মুহাম্মদ আবদুর রশিদ, ড. আবদুল্লাহ আল মারুফ শাহ্, ড. রেজাউল করিম, ড. এ কে এম মাহবুবুর রহমান, ড. মুরশেদুল হক।

বক্তারা বলেন, মুক্তচর্চার কথা বলে যারা তরুণ সমাজকে বিভ্রান্ত করছে আজকের এ সম্মেলন তাদের জন্য দিকদর্শন হিসেবে কাজ করবে নিঃসন্দেহে। বক্তারা দেশ ও জাতিকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করে লেখক তৈরির প্রতি গুরুত্বারোপ করেন।

সর্বশেষ খবর