বহু বছর ধরেই অপরাধের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে আনা যায়নি। এবার ক্যাম্পের পরিবেশ স্বাভাবিক রাখতে নতুন উদ্যোগের কথা জানিয়েছে সিটি করপোরেশন ও পুলিশ। সেখান থেকে সাধারণ বাংলাদেশিদের উচ্ছেদ, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, স্থায়ী চেকপোস্ট বসানো ও টহল বাড়ানো হবে। সেই সঙ্গে সেখানকার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করার মতো কথা জানানো হয়েছে। গতকাল ক্যাম্প পরিদর্শন শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধিরা এসব কথা বলেন। ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, জেনেভা ক্যাম্পে সাধারণ বাংলাদেশিদের থাকার আইনগত সুযোগ নেই। সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সেখানে থাকা ২০ থেকে ২৫ হাজার বাংলাদেশি ভাড়াটিয়াকে ধীরে ধীরে সম্পূর্ণ আইনগত প্রক্রিয়ায় উচ্ছেদ করা হবে। এতে মানুষের চাপ কমবে। মানুষের যাতায়াত সুবিধা বাড়াতে এবং মাদকের পরিবহন রোধে পুলিশ ক্যাম্পের ভিতরে যানবহনগুলোর চলাচল নিয়ন্ত্রণ করবে। অপরাধ কমাতে জেনেভা ক্যাম্পের কয়েকটি জায়গায় চেকপোস্ট করা হচ্ছে। পাশাপাশি মোড়ে মোড়ে স্থায়ীভাবে পুলিশ থাকার ব্যবস্থা থাকবে। ক্যাম্পে স্কুল উন্নত করাসহ কর্মসংস্থান সৃষ্টিতে বিত্তবানদের সহযোগিতা কামনা করেন এডিসি।
ডিএনসিসির অঞ্চল ৫-এর নির্বাহী কর্মকর্তা মোহম্মদ সাদিকুর রহমান বলেন, এখানে ১৫ একর জায়গার ভিতরে লক্ষাধিক মানুষ মানবেতর জীবনযাপন করে। আমরা এখানে শিক্ষা, চিকিৎসা ও চলাচল ব্যবস্থা আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে।