‘হাড় নেই চাপ দিবেন না’ দেশজুড়ে আলোচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়ার (২৪) মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার অপারেশনের মাধ্যমে খুলি প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
জানা যায়, গত ৩০ আগস্ট রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এ ঘটনায় চবির অসংখ্য শিক্ষার্থী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ নগরের বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন মামুন মিয়া। অপারেশনের মাধ্যমে তার মাথার খুলি পৃথক করে রাখা হয়। দুইমাস পর শনিবার সেই খুলি আবারও প্রতিস্থাপন করা হয়েছে।