বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং আনোয়ার সংবাদপত্র সরবরাহ সংস্থার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন খান (১০৪) ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে টঙ্গীর পাগার সালাম আঠাকল এলাকায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি তিন ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মরহুমের জানাজা গতকাল জোহর নামাজের পর পাগার সালাম আঠাকল সংলগ্ন স্থানীয় মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।