শিরোনাম
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

বাংলাদেশে সরাসরি সার্ভিস দিবে এলজি

নিজস্ব প্রতিবেদক

ডিলারশিপ বাদ দিয়ে বাংলাদেশে নিজেদের সার্ভিস চালু করছে সুনামধন্য প্রতিষ্ঠান এলজি। গতকাল রাজধানীর গুলশান-১ এর সেলেব্রিটি কনভেনশন হলে ‘২০১৯ সার্ভিস কনফারেন্সে’ এ ঘোষণা দেওয়া হয়। ওই কনফারেন্সে এলজির এশিয়া রিজিওনের কাস্টমার সার্ভিস ডিরেক্টর মুজে কিম এবং এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডং কন সন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডং কন সন বলেন, বাংলাদেশে এতোদিন এলজি’র  ডিস্ট্রিবিউটরের সেবা ছিল। এবার গ্রাহকরা সরাসরি এলজি’র কাছ থেকেই সেবা পাবে। এলজির এশিয়া রিজিওনের কাস্টমার সার্ভিস ডিরেক্টর মুজে কিম জানান, কোরিয়া থেকে আমাদের বিশেষজ্ঞ দল বাংলাদেশে কাজ করবে এবং গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করবে। এলজি পণ্যের ক্রেতারা কোনো ধরনের ঝামেলা ছাড়াই নির্দিষ্ট আউটলেট থেকে এই সেবা নিতে পারবেন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর