গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেছেন, ১৪ বছরে সরকার বিরোধীদের ওপর দলীয় সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলিয়ে দমন-পীড়ন করে যেভাবে দেশে একদলীয় শাসন কায়েম করেছে তাতে স্পষ্ট এই সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দুর্নীতি, দুঃশাসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গতকাল রাজধানীর পুরানা পল্টনে গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত গণপদযাত্রা শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি। পদযাত্রাটি গণঅধিকার পরিষদের কার্যালয় সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল, নাইটিংগেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব ঘুরে বিজয় নগর পানির ট্যাংকির মোড়ে গিয়ে শেষ হয়। আহমাদ ইসমাঈল বন্ধন ও জিয়াউর রহমানের সঞ্চালনায় পদযাত্রা পূর্ব সমাবেশে আরও বক্তব্য রাখেন, মুহাম্মদ রাশেদ খান, মিয়া মশিউজ্জামান, ড. আবদুল মালেক ফরাজি, হাসান আল মামুন, ফারুক হাসান, বিপ্লব কুমার পোদ্দার, আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সাদ্দাম হোসেন, নুরে এরশাদ সিদ্দিকী, তারেক রহমান, ফাতেমা তাসনিম, আবদুর রহমান, রানা সম্পদ, আরিফুল ইসলাম আদিব প্রমুখ।