ভারত থেকে অবৈধভাবে দেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে গ্রেপ্তার হয়েছেন ছয় বাংলাদেশি নাগরিক। গতকাল ভোরের দিকে পশ্চিমবঙ্গের ঘোজাডাঙ্গা ও সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনই পুরুষ। পরে তাদের স্থানীয় স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সূত্রে অবৈধভাবে অবস্থান করছিল। গতকাল ভোরের দিকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে নিজ দেশে ফিরতে গেলে বিএসএফ তাদের আটক করে। নাম না প্রকাশের শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, এদিন ভোর রাতে ওই ছয় বাংলাদেশি নাগরিক পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানা এলাকার তারালী বিওপি ও বিথারী বিওপি এলাকা থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ সময় টহলরত বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তাদের ধাওয়া করে আটক করে।
দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তারা। কিন্তু বিএসএফের উপস্থিতি টের পেয়ে দালাল তাদের ফেলে পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ভারতে প্রবেশের কোনো বৈধ-নথি ছিল না বলে জানা গেছে।
এদিকে, গ্রেপ্তারকৃতদের পরিচয় না জানা গেলেও তাদের বাড়ি খুলনা ও বরিশাল জেলায় বলে স্বরূপনগর থানার পুলিশ জানিয়েছে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে ১৪টি মামলা হয়েছে। গতকাল দুপুরের দিকে তাদের স্থানীয় বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের (জুডিশিয়াল কাস্টডি) নির্দেশ দেন।