বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা কর্তৃপক্ষের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। সমস্যা থেকে উত্তরণের জন্য ছাত্রছাত্রী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে দূরত্ব কমাতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জেন-জি শিক্ষার্থীদের ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। গতকাল অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিস অব বাংলাদেশ (এপিইউবি) এবং বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। তারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দেশের সুনামধন্য একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় বর্তমানে বন্ধ রয়েছে। কয়েকটি বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা বিরাজ করছে। ছাত্রছাত্রীদের বহুমাত্রিক দাবি পূরণ বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এপিইউবির চেয়ারম্যান ড. মো. সবুর খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিইউএর প্রেসিডেন্ট ও ইউআইইউ এর প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। আরও বক্তব্য দেন আইইউবিএটির ভিসি প্রফেসর ড. আবদুর রব, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. কামরুল আহসান, এশিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. শাহজাহান খান, উত্তরা ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ইয়াসমিন আরা লেখা, নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. এ কে এম ওয়ারেসুল করিম, সিটি ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. জুলফিকার হাসান।