নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাসহ গত কয়েক দিন ধরে নারীর ওপর ঘটে যাওয়া সব যৌন আক্রমণের বিষয়ে সরকারের সুস্পষ্ট ব্যাখ্যাসহ শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র। গতকাল এক বিবৃতিতে সংগঠনটি এ দাবি জানায়। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত ও সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী বিবৃতিতে বলেন, ‘অব্যাহতভাবে নারীর ওপর আক্রমণ চলছে এবং যথারীতি সরকার নিশ্চুপ। সাইবারে নারীকে বুলিং করা নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীর গৌরবময় ভূমিকা থাকা সত্ত্বেও অন্তর্বর্তী সরকার নারীর ওপর আক্রমণ ও নৃশংসতাকে প্রতিহত করেনি।
অবিলম্বে নারীর চরিত্রহননকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাইবারে যৌন হয়রানি বন্ধ করতে হবে। নারী সংস্কার কমিশনের প্রস্তাবনাসহ গত কয়েক দিন ধরে নারীর ওপর ঘটে যাওয়া সব যৌন আক্রমণের বিষয়ে সরকারের সুস্পষ্ট বক্তব্য ব্যাখ্যাসহ শ্বেতপত্রের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরার জোর দাবি জানাচ্ছি।’