শিরোনাম
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
- উদ্বোধনের অপেক্ষায় ভোলার ঐতিহ্যবাহী গজনবী স্টেডিয়াম
- সিডনিতে নটরডেম কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের বার্ষিক পিকনিক অনুষ্ঠিত
- ভাসানী সেতুতে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত ৮
- প্রথমবার উপজেলা পর্যায়ে অর্থোপেডিক অপারেশন সফল
- বিএনপি নির্বাচনে জিতলে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে : দুদু
- হারিয়ে যাচ্ছে বাবুই পাখির অপূর্ব বাসগৃহ
- ‘প্রাণি থেকে মানুষের দেহে রোগ ছড়ানো মারাত্মক হতে পারে’
- ‘মব সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে’
- টুঙ্গিপাড়ায় খাল ও রাস্তার দুইপাশের জঙ্গল পরিষ্কারের উদ্যোগ
- নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম লিজের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন
- সরকার চায় ‘মব’ থাকুক : রুমিন ফারহানা
- নিরাপত্তাহীনতায় শাবিপ্রবি শিক্ষার্থীরা, নেই পর্যাপ্ত সিসি ক্যামেরাও
- নুরাল পাগলের মরদেহ পোড়ানোর মামলায় গ্রেফতার আরও ১
- আশা করি পরের ম্যাচে আমাদের ছেলেরা ভালো খেলবে: ক্রীড়া উপদেষ্টা
- কুষ্টিয়ার চরসাদিপুরকে পাবনার সঙ্গে সংযুক্ত না করার দাবিতে মানববন্ধন
- রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের
- বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ অনুশীলন মহড়া শুরু
রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ এনে গ্রিসে লায়লা উভয় সংকটে
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন

এথেন্সে দায়িত্বরত রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন এমন অভিযোগ এনে উভয় সংকটে নিপতিত হয়েছেন লায়লা এন্টিপাস। গ্রিক পাসপোর্টধারী এই বাংলাদেশি নারী এখন রীতিমতো দুর্বিষহ দিনাতিপাত করছেন। বিশেষ সিন্ডিকেটের সদস্যরা ভয়ভীতি দেখাতো লায়লাকে। এদিকে ২০০৯ সালে দূতাবাস প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি গ্রিসে যা কিছু ঘটেছে তা সরেজমিনে খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ তদন্ত টিম এখন রাজধানী এথেন্সে অবস্থান করছে।
মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের প্রধান, রিয়ার এডমিরাল (অব.) খোরশেদ আলমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি শনিবার সন্ধ্যায় এথেন্সে এসে পৌঁছে। টিমের অন্য দুজন হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবদুস সবুর মণ্ডল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন উইংয়ের পরিচালক কাজী আনারকলি। গ্রিসে পাঁচ দিন অবস্থানকালে তারা গত পাঁচ বছরের যাবতীয় অনিয়ম ও অভিযোগের বিষয়ে একটি স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করবেন। রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের বিরুদ্ধে আইওএম-এর দোভাষী লায়লা এন্টিপাসের করা অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত টিম।
লায়লা তদন্ত টিমের সামনে তার বক্তব্য উপস্থাপন করতেন। এদিকে ঢাকা থেকে প্রতিনিধিদল আসার খবর কয়েকদিন আগে এথেন্সে জানাজানি হওয়ার পর থেকেই অনেকটা গাঢাকা দিয়েছেন লায়লা। খুব বেশি কাছের ও বিশ্বস্ত কয়েকজন ব্যতীত কারও ফোনই ধরছেন না। দিনের বেশিরভাগ সময় তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে, মাঝেমধ্যে অন করলেও কল রিসিভ করেননি লায়লা। নিজে থেকেই এড়িয়ে চলছেন অনেককে। লায়লা তার ঘনিষ্ঠজনদের বলছেন তিনি হুমকির মুখে আছেন।
গ্রিসের বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃত্ব, যার মাধ্যমে লায়লার সুযোগ হয় আইওএম অফিসে দোভাষীর কাজ নেওয়ার, তিনি শনিবার মুঠোফোনে লায়লার কাছে জানতে চান, আনীত অভিযোগের অনুকূলে কী প্রমাণ আছে তার কাছে। প্রমাণ না দিতে পারলে আইনের মুখোমুখি করা হবে এমনটা তাকে জানানো হলে কোনো জবাব না দিয়েই দ্রুত ফোন রেখে দেন লায়লা।
এদিকে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও ক্যারিয়ার ডিপ্লোম্যাট গোলাম মোহাম্মদের বিরুদ্ধে মুখরোচক অভিযোগ এনে লাইমলাইটে চলে আসা লায়লার বিপক্ষেও বাংলাদেশি কমিউনিটির একটি অংশ অবস্থান নিয়েছে। তারা লায়লার বিপক্ষে তথ্য দেবে তদন্ত কমিটিকে।
এই বিভাগের আরও খবর