শিরোনাম
- মোংলায় পুকুরে মিলল নবজাতকের বস্তাবন্দি লাশ
- নেত্রকোনার দুর্গাপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ফটিকছড়িতে খালে মিলল নিখোঁজ রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ
- বাংলাদেশসহ এশীয় দেশগুলোর পোশাক রপ্তানিতে চাঙাভাব
- কন্টেইনার উল্টে কুমিল্লা-সিলেট মহাসড়কে ১৫ কিমি যানজট
- জটিল অস্ত্রোপচার, সৌদিতে সংযুক্ত দুই যমজ শিশুকে আলাদা করলেন চিকিৎসকরা
- টানা তিন জয় হামজাদের
- ডাকসু নির্বাচনের তফসিল ২৯ জুলাই, ভোটকেন্দ্র নিয়ে নতুন সিদ্ধান্ত
- গোল-অ্যাসিস্টে ছন্দে মেসি, ৫-১ ব্যবধানে বিধ্বস্ত রেড বুলস
- তদন্ত শেষ হওয়ার আগেই পাইলটকে দায়ী করায় ক্ষোভ ভারতের
- জুলাই গণহত্যা: সাবেক মন্ত্রী-আমলাসহ ৩৯ আসামি ট্রাইব্যুনালে
- ফাঁদে ৯ বৌদ্ধ ভিক্ষু, ১৪৩ কোটি টাকা আদায় তরুণীর
- ওয়াশিংটনে গুলিবর্ষণে নিহত ৩
- লস অ্যাঞ্জেলেসে নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ে ঢুকে গেল, আহত ৩০
- ট্রান্সজেন্ডার সেজে ২৮ বছর ভারতে ‘বাংলাদেশি যুবক’, দাবি রিপোর্টে
- সিরিয়ার নতুন প্রেসিডেন্টকেও বিশ্বাস করতে পারছে না ইসরায়েল
- ২০ বছর কোমায় থাকা সৌদি প্রিন্স আল-ওয়ালিদকে মৃত ঘোষণা
- সংঘাত থামাতে কঙ্গো সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি
- ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে মৃত্যু ৩৪, নিখোঁজ ৮
- আওয়ামী রাজনীতি থেকে পরিত্রাণের উপায়
রাষ্ট্রদূতের বিরুদ্ধে অভিযোগ এনে গ্রিসে লায়লা উভয় সংকটে
অনলাইন ডেস্ক:
অনলাইন ভার্সন

এথেন্সে দায়িত্বরত রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছেন এমন অভিযোগ এনে উভয় সংকটে নিপতিত হয়েছেন লায়লা এন্টিপাস। গ্রিক পাসপোর্টধারী এই বাংলাদেশি নারী এখন রীতিমতো দুর্বিষহ দিনাতিপাত করছেন। বিশেষ সিন্ডিকেটের সদস্যরা ভয়ভীতি দেখাতো লায়লাকে। এদিকে ২০০৯ সালে দূতাবাস প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি গ্রিসে যা কিছু ঘটেছে তা সরেজমিনে খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ তদন্ত টিম এখন রাজধানী এথেন্সে অবস্থান করছে।
মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের প্রধান, রিয়ার এডমিরাল (অব.) খোরশেদ আলমের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি শনিবার সন্ধ্যায় এথেন্সে এসে পৌঁছে। টিমের অন্য দুজন হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আবদুস সবুর মণ্ডল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন উইংয়ের পরিচালক কাজী আনারকলি। গ্রিসে পাঁচ দিন অবস্থানকালে তারা গত পাঁচ বছরের যাবতীয় অনিয়ম ও অভিযোগের বিষয়ে একটি স্বচ্ছ ধারণা নেওয়ার চেষ্টা করবেন। রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদের বিরুদ্ধে আইওএম-এর দোভাষী লায়লা এন্টিপাসের করা অভিযোগও খতিয়ে দেখবে তদন্ত টিম।
লায়লা তদন্ত টিমের সামনে তার বক্তব্য উপস্থাপন করতেন। এদিকে ঢাকা থেকে প্রতিনিধিদল আসার খবর কয়েকদিন আগে এথেন্সে জানাজানি হওয়ার পর থেকেই অনেকটা গাঢাকা দিয়েছেন লায়লা। খুব বেশি কাছের ও বিশ্বস্ত কয়েকজন ব্যতীত কারও ফোনই ধরছেন না। দিনের বেশিরভাগ সময় তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে, মাঝেমধ্যে অন করলেও কল রিসিভ করেননি লায়লা। নিজে থেকেই এড়িয়ে চলছেন অনেককে। লায়লা তার ঘনিষ্ঠজনদের বলছেন তিনি হুমকির মুখে আছেন।
গ্রিসের বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃত্ব, যার মাধ্যমে লায়লার সুযোগ হয় আইওএম অফিসে দোভাষীর কাজ নেওয়ার, তিনি শনিবার মুঠোফোনে লায়লার কাছে জানতে চান, আনীত অভিযোগের অনুকূলে কী প্রমাণ আছে তার কাছে। প্রমাণ না দিতে পারলে আইনের মুখোমুখি করা হবে এমনটা তাকে জানানো হলে কোনো জবাব না দিয়েই দ্রুত ফোন রেখে দেন লায়লা।
এদিকে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও ক্যারিয়ার ডিপ্লোম্যাট গোলাম মোহাম্মদের বিরুদ্ধে মুখরোচক অভিযোগ এনে লাইমলাইটে চলে আসা লায়লার বিপক্ষেও বাংলাদেশি কমিউনিটির একটি অংশ অবস্থান নিয়েছে। তারা লায়লার বিপক্ষে তথ্য দেবে তদন্ত কমিটিকে।
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর