৩১ অক্টোবর, ২০১৭ ১৫:৫৩

বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন বাংলাদেশের আয়েশা

অনলাইন ডেস্ক

বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতায় আলো ছড়িয়েছেন বাংলাদেশের আয়েশা

বৈশ্বিক বিজ্ঞান প্রতিযোগিতার অন্যতম আয়োজন 'দ্য ব্রেকথ্রো জুনিয়র চ্যালেঞ্জ'। ১৭৬টি দেশ থেকে মোট ১১ হাজার প্রতিযোগী এতে অংশ নিয়েছিলেন। এ আয়োজনে আর্থিক পৃষ্ঠপোষকতা করেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যানের চ্যান জাকারবার্গ ফাউন্ডেশন।

এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বাংলাদেশি ছাত্রী আয়েশা আহমেদও। তিনি সংযুক্ত আরব আমিরাতে পড়াশুনা করছেন। প্রতিযোগিতায় সেমিফাইনালের জন্য ২৯ জনকে বেছে নেয়া হয়েছে। এর মধ্যে আয়েশাও আছেন। প্রতিযোগীদের পদার্থ, গণিত ও জীব বিজ্ঞান বিষয়ে মৌলিক বিষয়গুলো ব্যাখ্যা করে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করতে বলা হয়েছিল। ১৭ বছর বয়সী আয়েশা তার ভিডিওতে বৈজ্ঞানিক ব্যাখ্যাসহ স্ট্রিং থিওরি, বিভিন্ন গ্রাফিক্স ও মজার বিষয় তুলে ধরেন।

আয়েশা আহমেদ বলেন, 'যখন আমি প্রতিযোগিতার বিষয়ে জানতে পারি তখনই নিজেকে জিজ্ঞেস করেছিলাম আমি কীভাবে চলচ্চিত্র, কমেডিকে বৈজ্ঞানিক ব্যাখ্যার সঙ্গে একত্রিত করতে পারি? প্রতিযোগিতাতে শুধু একটি ভিডিওই চেয়েছিল। কিন্তু এ জন্য আমি অনেকগুলো ভিডিও তৈরি করি। এর সঙ্গে জড়িত বিষয়গুলো বেশ কয়েবার পুনরায় লিখতে হয়েছে।'

সব প্রতিযোগীর ভিডিওর পাশাপাশি আয়েশার ভিডিওটিও 'ব্রেকথ্রো জুনিয়র চ্যালেঞ্জ ফেসবুক পেজে' শেয়ার করা হয়েছে। এখান সবচেয়ে বেশি লাইক-কমেন্ট পাওয়া ভিডিওগুলোর প্রথম ১৫টি ফাইনালে উঠার যোগ্যতা অর্জন করবে। আয়েশার তৈরি করা ভিডিওটি দেখা যাবে এই লিঙ্কে ক্লিক করে https://www.facebook.com/BreakthroughPrize/videos/1908461729179174/

আয়েশা জিতলে পাবেন স্কলারশিপ। তার স্কুলে নতুন বিজ্ঞান ল্যাব তৈরি করে দেয়া হবে। এজন্য খরচ করা হবে এক লাখ ডলার। যে শিক্ষকের অনুপ্রেরণায় আয়েশা এতদূর এগিয়েছে তিনি পাবেন ৫০ হাজার ডলার। সূত্র : খালিজ টাইমস

বিডি প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর