ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ সাম্প্রতিক সংঘাতে বেসামরিক হতাহতের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, তিনি সকল পক্ষের প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন।
আল আরাবিয়া ইংলিশ জানিয়েছে গান্টজ বলেন, আমি নিহত প্রতিটি ইরানি নাগরিকের জন্য খুবই দুঃখিত, ঠিক যেমন আমি গাজার প্রতিটি নাগরিকের জন্য খুবই দুঃখিত যারা নিহত হচ্ছে।
গাজায় অব্যাহত সহিংসতা এবং ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাপূর্ণ অচলাবস্থার পরে তার মন্তব্য এসেছে। সংঘাতের উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের দুর্দশা প্রকাশ্যে স্বীকার করা কয়েকজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার মধ্যে গান্টজ একজন।
বিডি প্রতিদিন/নাজমুল