মধ্য চীনে ভারী বৃষ্টিপাতের ফলে দুইজন মৃত্যু হয়েছে। আরও ছয়জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
স্থানীয় জরুরি পরিষেবা কেন্দ্রের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, সোমবার রাত ৯টা থেকে মধ্যরাতের মধ্যে হেনান প্রদেশের তাইপিং এবং এরলাংপিং শহরে স্বল্পমেয়াদী অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে।
সিনহুয়া জানিয়েছে, ২২৫.৩ মিলিমিটার (৮.৯ ইঞ্চি) বৃষ্টিপাতের ফলে স্থানীয় শেওয়েই নদীর পানি নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে। যার ফলে কিছু স্থাপনার ক্ষতি হয়েছে এবং মানুষ আটকা পড়েছে।
এতে বলা হয়েছে, এখন পর্যন্ত আটকা পড়াদের মধ্যে দুজনকে উদ্ধার করা হয়েছে, দুজন মারা গেছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন।
এটি আরও বলা হয়েছে যে স্থানীয় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকায় পূর্ণাঙ্গ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলিতে চীনের বিশাল অংশে চরম আবহাওয়ার প্রভাব পড়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহে দক্ষিণ গুইঝো প্রদেশে বন্যার কারণে ছয়জন নিহত এবং ৮০ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল