পটুয়াখালীর কলাপাড়ায় পরীক্ষা চলাকালীন সময় অসাধুউপায় অবলম্বন ও মোবাইল ফোন সাথে রাখার দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় এ নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো মোসা. বৈশাখী হাওয়া এবং একই কলেজের মানবিক বিভাগের মোসা. উন্মে হানি শাম্মি। তারা দু’জনে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের বিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/এএ