যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান ভূঁইয়া মিজান (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
নোয়াখালী জেলার চাটখিলের আব্দুল লতিফ ও রেহানা আকতারের ছেলে মিজান ৭ জানুয়ারি রবিবার রাতে মেট্রো আটলান্টার শ্যাম্বলি শহরের নর্থ শ্যালোফর্ড রোডে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।
নিহত মিজানের স্বজনেরা জানান, গাড়ি চালিয়ে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা গাড়ির সাথে মিজানের গাড়িটির সংঘর্ষ হলে তা পার্শ্ববর্তী গাছের সাথে ধাক্কা খায়। এতে গাড়িটি দ্বিখণ্ডিত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মিজান।
পুলিশের তথ্য অনুযায়ী, মিজানের গাড়ির অপর আরোহী ছিল তার এক শ্বেতাঙ্গ বন্ধু। ওই যুবককে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত মিজান ভুঁইয়া তার দুই ছোট ভাই-বোন ও ভগ্নিপতিকে নিয়ে ১৫ বছর ধরে আটলান্টায় বসবাস করছিলেন।
মরদেহ ডিকাব কাউন্টি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ বাংলাদেশে পাঠানো হলে গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে।
বিডি-প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৮/মাহবুব