ভবিষ্যতের ইন্টারনেটকে কোয়ান্টাম প্রযুক্তিনির্ভর করতে কানাডায় শুরু হয়েছে যুগান্তকারী গবেষণা। এর নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশি ন্যানোফোটোনিক্স বিশেষজ্ঞ এবং Canada Research Chair in III-nitride Compound Semiconductor Nanostructures and Devices পদধারী প্রফেসর শরীফ মো সাদাফ।
তার নেতৃত্বে শুরু হওয়া “Scalable solid-state semiconductor platform for on-chip quantum communication” প্রকল্পের জন্য চার বছরের মেয়াদে বরাদ্দ হয়েছে ১১ লাখ ৭০ হাজার কানাডিয়ান ডলার (Alliance Quantum grant)। এতে অংশ নিচ্ছে ম্যাকগিল ইউনিভার্সিটি, পলিটেকনিক মন্ট্রিয়াল এবং শিল্পখাতের সহযোগী প্রতিষ্ঠান Xanadu, CMC Microsystems, OptoElectronic Components ও Numana।
গবেষণার মূল উদ্দেশ্য হলো কোয়ান্টাম ফোটন স্টেট তৈরি ও নিয়ন্ত্রণে সক্ষম অত্যাধুনিক সেমিকন্ডাক্টর প্ল্যাটফর্ম তৈরি করা। এর মাধ্যমে ভবিষ্যতের ইলেকট্রনিকস, অপটোইলেকট্রনিক্স ও কম্পিউটার হার্ডওয়্যারের পাশাপাশি অন-চিপ কোয়ান্টাম যোগাযোগ প্রযুক্তি তৈরি হবে, যা বৈশ্বিক ইন্টারনেট ব্যবস্থার নতুন যুগ উন্মোচন করবে।
এছাড়া প্রফেসর রবার্তো মোরানডোত্তি ও হোসে আজানার নেতৃত্বে চলছে আরেকটি প্রকল্প—“High-dimensional photonic systems for quantum information processing”। এই গবেষণায় চার বছরের জন্য বরাদ্দ হয়েছে ১২ লাখ ৭৫ হাজার কানাডিয়ান ডলার। এর লক্ষ্য হলো জটিল ফোটনিক স্টেটের মাধ্যমে একটি স্কেলেবল ফোটনিক কোয়ান্টাম প্রসেসর তৈরি।
গবেষকরা আশা করছেন, এই উদ্যোগ সফল হলে উচ্চমাত্রার কোয়ান্টাম অ্যালগরিদম বাস্তবায়ন, ফাইবার-অপটিক লিঙ্কে নিরাপদ কোয়ান্টাম যোগাযোগের টেস্টবেড তৈরি এবং বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য কোয়ান্টাম ইন্টারনেট গড়ে তোলা সম্ভব হবে।
বিডি প্রতিদিন/হিমেল