কানাডার স্থানীয় সময় আগামী শনিবার মন্ট্রিয়লের ব্যস্ততম প্লাজা ডাউনটাউনে শুরু হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক আয়োজন ৩৯তম ফোবানা সম্মেলন। দু’দিনব্যাপী এই মহাসম্মেলনে যোগ দিচ্ছেন শতাধিক সংগীতশিল্পী, অভিনেতা-অভিনেত্রী, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবী। আয়োজকদের প্রত্যাশা, এবারের আয়োজন মন্ট্রিয়লকে পরিণত করবে এক টুকরো “মিনি বাংলাদেশে”।
গত দু’বার মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফোবানা জমজমাট পরিবেশ তৈরি করেছিল। তবে আয়োজকরা মনে করছেন, এবারের আসর হবে আরও ব্যাপক ও অংশগ্রহণমূলক। ডাউনটাউনের কেন্দ্রীয় ভেন্যু এবং মেট্রো-বাসে সহজ যোগাযোগের কারণে এবার বিপুল প্রবাসী সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে শহরের প্রায় সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও পেশাজীবী মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।
আয়োজক সংগঠন হিসেবে রয়েছে কানাডা-বাংলাদেশ সলিডারিটি। কনভেনর সাবেক ছাত্রনেতা জিয়াউল হক জিয়ার নেতৃত্বে আয়োজক কমিটি ভেদাভেদ ভুলে এক কাতারে কাজ করছে। মেম্বার সেক্রেটারি সাংবাদিক ইকবাল কবীর জানিয়েছেন, অতিথিদের ভিসা ও টিকিট ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। ২৮ ও ২৯ আগস্ট থেকেই শিল্পী ও অতিথিদের আগমন শুরু হবে।
মিডিয়ার পক্ষ থেকেও এবারের আয়োজনকে ঘিরে বিরল সংহতি দেখা যাচ্ছে। প্রবীণ সাংবাদিক রুমু ইসলামের নেতৃত্বে প্রবাসের টিভি, প্রিন্ট, অনলাইন, ইউটিউব ও ফ্রিল্যান্স সাংবাদিকরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রে সংবাদ পরিবেশনের সিদ্ধান্ত নিয়েছেন।
সম্মেলনে থাকছে নাচ, গান, আবৃত্তি, নাটক, টেলেন্ট শো, ফ্যাশন শো, ইয়ুথ ফোরাম, ফোবানা স্কলারশিপসহ নানা অনুষ্ঠান। এছাড়া অনুজীববিজ্ঞানী ও লেখক ড. শোয়েব সাঈদের নেতৃত্বে উত্তর আমেরিকার শিক্ষাবিদ-গবেষকরা অংশ নেবেন নানা সেমিনারে। আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে—
অর্থনৈতিক জাতীয়তাবাদের যুগে কানাডা-আমেরিকা বাণিজ্য যুদ্ধ, বৈশ্বিক রাজনীতির পরিবর্তন ও বাংলাদেশের ভবিষ্যৎ, প্রযুক্তি, পরিবেশ ও প্রবাস: তরুণদের ভূমিকা।
কালচারাল ডিরেক্টর সাংবাদিক শামসাদ রানা জানিয়েছেন, প্রায় ৪০ জন শিল্পীর অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশিত হবে বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত। তার ভাষায়, “এমন বর্ণাঢ্য উদ্বোধন ফোবানার ইতিহাসে প্রথম।”
২৯ আগস্ট শুক্রবার অনুষ্ঠিত হবে গালা ডিনার, যা শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য। ৩০ ও ৩১ আগস্ট দুই দিনব্যাপী অনুষ্ঠান হবে সবার জন্য। প্রবেশ টিকিট— ভিভিআইপি $১৫০, ভিআইপি $৭০ ও সাধারণ $৪০। পাশাপাশি লবিতে থাকবে নানা ধরনের দোকানপাট ও প্রদর্শনী স্টল।
বিডি প্রতিদিন/হিমেল