ইতালিতে ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর তালিকাভূক্ত হওয়ায় সম্প্রতি আনন্দ উৎসব এবং মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে যুবলীগ।
পালেরমো আওয়ামী যুবলীগ আহবায়ক এম এ হালিমের সভাপতিত্বে যুগ্ম আহবায়ক আশরাফ জানু ও এমদাদ রহমান সাইফুলের পরিচালনায় এই আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পালেরমো সিটি মেয়র প্রফেসর লেওলুকা অরালেন্দ।
বিশেষ অতিথি ছিলেন কনস্যুলার এ্যাডভোকেট ভিনচেঞ্চ তানতো, পালেরমো আওয়ামী লীগের আহবায়ক হাজী মো. রফিক, যুগ্ম আহবায়ক মুজিবুল হক ভূইঁয়া, মুহিতুর রহমান চৌধুরী, জাহীদ আহমদ রুবেল, বাহার মিয়া, আং মান্নান, সচিব গোলাম রব্বানী, সুমন দত্ত, কনসুলতা কমুনালের উপদেষ্টা এম ডি আল আমিন, ইসমাইল বাচ্চু, সাবেক কমিশনার শাহ আলম ব্যাপারী।
আরও ছিলেন মাসুদ করিম, কয়েছ আলী, আমিনুর রহমান আতিক, জাকির হোসেন, শেখ আলমগীর, গিয়াস আল হায়দার, গোলাম জাকারিয়া রুবেল, আরিফ রাসেল, মিয়া রাজন, সোহেল চৌধুরী, আ: ওয়াদুদ, শরিফুল, সাহেব আলী, আনোয়ার হোসেন স্বপন, শেখ রমযান, বাবু, হাবীব মোল্লা, আয়নাল শিকদার, মিয়া খোকন, আলম, মালেক, কবির।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। সভায় বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে একজন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
দ্বিতীয় পর্বে সাংবাদিক আশরাফ জানুর পরিচালনায় সঙ্গীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত সুজনা আনসার, ইতালির জনপ্রিয় শিল্পী এমিলি শাহা, জাকিরসহ আরও অনেকে। পালেরমোর স্থানীয় শিল্পীরা নৃত্য এবং সঙ্গীত পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/১০ জানুয়ারি, ২০১৭/ফারজানা