দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে পর্তুগাল প্রবাসী সাংবাদিক ফোরাম।
ফোরামের পক্ষ থেকে প্রবাসী সাংবাদিক মাহবুব সুয়েদ, রনি মোহাম্মদ, নাঈম হাসান পাভেল, জহুরুল হক, আহম্মেদ মুর্শিদ, মো. রাসেল প্রমুখ এক বিবৃতিতে দায়েরকৃত মামলাটি প্রত্যাহারের দাবি জানায়।
একই সাথে সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বলা হয়- এই মামলা বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রচারে দেশের গণমাধ্যমের জন্য অশনিসংকেত।
প্রবাসী সাংবাদিকবৃন্দ আরও বলেন, স্বাধীনতার ৪৭ বছরও পার হয়ে গেলেও বাংলাদেশের গণমাধ্যম অঙ্গনটি এখনো অরক্ষিত এবং সাংবাদিকতা পেশাটিকে সমুন্নত রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন ২ জানুয়ারি এই পরোয়ানা জারি করেন। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম