দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপ প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
এই মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে ইউরোপ প্রবাসী সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, এই মিথ্যা ও অযৌক্তিক মামলা প্রত্যাহার করা না হলে ইউরোপী ইউনিয়নের সামনে প্রয়োজনে মানববন্ধন ও সমাবেশ করা হবে।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে বলেও জানান তারা।
ইউরোপে সাংবাদিকদের সর্ব বৃহৎ সংগঠন অল ইউরোপ বাংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আবু তাহের, ইতালি সাংবাদিক সমিতির সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, বাংলা প্রেসক্লাব ইতালির ভারপ্রাপ্ত সভাপতি জমির হোসেন, সাধারণ সম্পাদক এম এম হক রাজু, প্রবীণ সাংবাদিক লুৎফর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এদিকে ইউরোপের প্রতিটি দেশে দূতাবাসে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন ২ জানুয়ারি এই পরোয়ানা জারি করেন। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম