বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম ও প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েত শাখা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান- বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েত শাখার সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ.হ. জুবেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ-সভাপতি শরীফ মিজান, সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা প্রমুখ।
লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন ২ জানুয়ারি এই পরোয়ানা জারি করেন। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম