বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)।
বৃহস্পতিবার এক বিবৃতিতে প্রসাসের সাবেক সভাপতি ও এনটিভির প্রতিনিধি শিবলী আল সাদিক, প্রসাসের বর্তমান সদস্য সচিব ও একুশে টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সহ-সভাপতি ও বাংলাটিভির প্রতিনিধি আবদুল মান্নান, মাই টিভির প্রতিনিধি সিরাজুল হক, ৭১ টিভির প্রতিনিধি লুফুর রহমান, এশিয়ান টিভির প্রতিনিধি গিয়াস উদ্দিন শিকদার, সাবেক অর্থ সম্পাদক খুরশেদ আলম, নাসিম উদ্দিন আকাশ, শেখ ফয়সাল সিদ্দিকী প্রমুখ এ নিন্দা ও প্রতিবাদ জানান।
লালমনিরহাটের ৪ নম্বর আমলি আদালতের বিচারক মো. আফাজ উদ্দিন ২ জানুয়ারি এই পরোয়ানা জারি করেন। লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন ২০১৪ সালে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক, প্রকাশকসহ তিনজনের বিরুদ্ধে এই মানহানির মামলা করেছিলেন।
বিডি প্রতিদিন/১১ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম