বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ইউরোপ আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া।
আগামীদিনে প্রবাসে শক্তিশালী, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গঠনে ডেনমার্ক আওয়ামী লীগ নতুন কমিটির নির্দেশ বাস্তবায়নে কাজ করবে।
এছাড়া নতুন কমিটিকে আরও অভিনন্দন জানিয়েছেন- জাহাঙ্গীর আলম, মোতালেব ভূঁইয়া, হিল্লোল বড়ুয়া, আমির জীবন মোহাম্মদ ইউসুফ, আবদুল আল জাহিদ, ফাহমিদ আল মাহিদ, আহসান জামানসহ ডেনমার্ক ছাত্রলীগ সভাপতি ইফতেখার সম্রাট ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম