‘সাংস্কৃতিক কূটনীতির’ অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিউলে বাংলাদেশ দূতাবাসে ১১-১৩ জুন ২য় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। তিনদিন ব্যাপী এই বর্ণিল উৎসবে বাংলাদেশের চারটি সাড়া জাগানো চলচ্চিত্র দেবী, আঁখি ও তার বন্ধুরা, ইতি তোমারই ঢাকা এবং আন্ডার কনস্ট্রাকশন প্রদর্শিত হবে ।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কোরিয়া-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের চেয়ারম্যান কিম কিসন এমপি, ইয়ংসান কাউন্টির মেয়র জাং-হিয়ুন সুং। এছাড়া, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক, সময় টিভির অন্যতম কর্ণধার মোরশেদুল ইসলাম এই চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন। উদ্বোধনী দিনে ‘দেবী’ এবং ‘আঁখি ও তার বন্ধুরা’– এই চলচ্চিত্র দু’টি প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, চলচ্চিত্রগুলোতে কোরিয়ান কালচারাল এসোসিয়েশনের সহযোগিতায় কোরিয়ান ভাষায় সাবটাইটেল সংযুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা