বেলজিয়াম আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে মাধ্যমে দ্বিতীয়বারের মতো বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বজলুর রশিদ বুলু এবং চতুর্থবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনির হোসেন পলিন।
ব্রাসেলস প্রেসক্লাব আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযাদ্ধা ইকরাম সিকদার। বক্তৃতা করেন আনোয়ার হোসেন, রফিকুল আলম, রিয়াজুল ইসলাম সাজু, শামিম আহমেদ, মাহফুজুর রহমান, রাসেল মোল্লা ও সওকত হোসেন দুলালসহ আরও অনেকে।
শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবনির্বাচিত নেতারা।
বিডি প্রতিদিন/ফারজানা