মহিলা সংগঠন ফাগুন হাওয়া আগামী ৮ ফেরুয়ারি অস্ট্রেলিয়ার সিডনির ওয়াইলী পার্কে দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত বসন্ত মেলার আয়োজন করেছে। এই উপলক্ষে মহিলা সংগঠনটি আজ শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এ সময় সংগঠনের পক্ষে তিশা তানিয়া, নাসরিন পলি, মুনা মোস্তফা ও সানজিদা আক্তার সাংবাদিকদের সার্বিকভাবে অবহিত করে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ''গত বছর ছোটখাটো পরিসরে শুরু হয়েছিলো “ফাগুন মেলা”। এবার আরো বড়সর পরিসরে সম্পূর্ণ মেয়েদের দ্বারা পরিচালিত হবে “ফাগুন মেলা”। হরেক রঙের ফুলের সমারোহে, সবাই চারুকলার স্বাদ পাবো ফাগুন মেলার আল্পনার ঢঙে। রমনীরা আসবে হলুদ শাড়ি পড়ে, খোপায় ফুল গুঁজে।''
মেলায় থাকছে নাচ গান কবিতা, ফ্যাশন সো, ডিজেসহ বাংলাদেশ থেকে আসছেন জনপ্রি়য় ফোক শিল্পীরা। থাকছে ফেস পেইন্টিং, বেলুন টুইস্টিং, ক্লাউন ফর কিডসসহ আরো অনেক আকর্ষণীয় আয়োজন। সাথে লোভনীয় সব পিঠা ও খাবারের দোকান। মেলাতে কোন প্রবেশ মূল্য থাকবে না।
ফাগুন মেলায় মাঠ সাজানো থাকবে রঙ বে-রঙের ফুলে আর থাকবে দুটো ফটো বুথ, সাথে আকর্ষণীয় সেলফি ফ্রেম।
সংগঠনের প্যাট্রন কাউন্সিলর শাহে জামান টিটো সংগঠনের উদ্দেশ্য, আদর্শ ও বহুমুখী পরিকল্পনা সম্পর্কে বক্তব্যে তার সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন। বসন্ত মেলার টাইটেল স্পনসর অস্ট্রাল বিল্ট।
বিডি-প্রতিদিন/মাহবুব