বর্তমান কভিড-১৯ পরিপ্রেক্ষিতে ইউরোপসহ সারা বিশ্বের অনেক কাজকর্ম স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতে পর্তুগাল সরকারের বিভিন্ন বিধি নিষেধ থাকায় লিসবন বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবায় আনা হয় কিছুটা পরিবর্তন। এর ফলে দূতাবাসের নতুন কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন পর্তুগালে বসবাসরত অনেক প্রবাসী।
এমন পরিস্থিতিতে প্রবাসীদের বিভিন্ন সমস্যাসহ দূতাবাসের সেবা গুলো সহজতর করার পরামর্শ দিতে পর্তুগালের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর সাথে মতবিনিময় সভা করে পর্তুগাল আওয়ামী লীগ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য রানা তসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাসার বাদশা, দুই উপদেষ্টা লেহাজ উদ্দিন এবং মোঃ শাহজাহান।
কভিড-১৯ এর ফলে পর্তুগাল সরকারের চলমান আইন অনুযায়ী ১০জনের অধিক একত্রিত হওয়া দণ্ডনীয় অপরাধ। তাই পর্তুগাল সরকারের আইনের প্রতি শ্রদ্ধা এবং সামাজিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে শুধু নীতি নির্ধারকদের নিয়েই উক্ত মত বিনিময় ও পরামর্শমূলক সভা করেন রাষ্ট্রদূত।
এ সময় রাষ্ট্রদূত দূতাবাসের বর্তমান কাজের তিব্রতা, লোকবলের অভাব ও কভিডের সমস্যা গুলো নেতৃবৃন্দের নিকট ব্যাখা করেন। সেই সাথে বর্তমান কনস্যুলার সার্ভিসের মান উন্নয়ন এবং সহজতর করতে বিভিন্ন সেবার বিষয়ে নেওয়া পদক্ষেপ গুলো অবহিত করেন।
এছাড়াও উক্ত মত বিনিময় ও পরামর্শ মূলক সভায় উপস্থিত ছিলেন লিসবন দূতাবাসের দূতালয় প্রধান তৃতীয় সচিব আবদুল্লাহ আল রাজীসহ কনস্যুলার সার্ভিসের কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন