২২ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫৪

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়ে লাইভ আলোচনা বুধবার

অনলাইন ডেস্ক

কানাডায় বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়ে লাইভ আলোচনা বুধবার

'আমেরিকার স্বপ্ন'- বাংলাদেশের তরুণদের এক সময় তাড়িত করতো। মোটামুটি সামর্থ এবং যোগ্যতা আছে এমন  প্রায় অধিকাংশ তরুণই আমেরিকা পাড়ি জমাতে চাইতেন উচ্চ শিক্ষার জন্য। গত কয়েক বছরে অবশ্য এই চিত্রটা পাল্টেছে। ২০১৫ সাল থেকেই বিদেশি শিক্ষার্থীদের কাছে আমেরিকা আকর্ষণ হারাচ্ছে। কানাডা হয়ে উঠছে নতুন গন্তব্য। 

গত পাঁচ বছরে কানাডার কলেজগুলোতেই বিদেশি শিক্ষার্থী ভর্তির হার ১৫৫ শতাংশ বেড়েছে। এই সংখ্যায় বাংলাদেশিরাও রয়েছেন।

কিন্তু কোভিড-১৯ যেনো পরিস্থিতি পাল্টে দিয়েছে। সীমান্ত বন্ধ থাকায় বিদেশি শিক্ষার্থীরা আটকে আছে নিজ দেশে। শিক্ষাপাঠ্যক্রম চলছে অনলাইনে। ‘ইন্টারন্যাশনাল ফ্লেভার বা এক্সপেরিয়েন্স ছাড়াই’ চলছে ইন্টারন্যাশনাল শিক্ষার্থীদের জীবন। কিন্তু এভাবে কতোদিন চলবে? বিদেশি শিক্ষার্থী ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎই বা কি হবে। বিদেশি শিক্ষার্থীরাই বা কিভাবে পরিস্থিতি সামাল দেবে?-এই প্রশ্নের উত্তর খোঁজার পাশাপাশি কানাডার শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বাংলাদেশি শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে ‘শওগাত আলী সাগর লাইভ’ এর আগামী আয়োজনে।
অতিথি হিসেবে থাকছেন অটোয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ের খন্ডকালীন অধ্যাপক ডক্টর শিশির শাহনওয়াজ, রেজিস্টার্ড আর্লি চাইল্ড এডুকেটর সারিয়া জামান এবং এডুকেশন কনসাল্টিং এজেন্ট কায়েসুর রহমান।
সময়: ২৩ সেপ্টেম্বর, বুধবার রাত ১০টা (টরন্টো সময়), বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল ৮টা।
সরাসরি সম্প্রচার : Shaugat Ali Sagor Facebook Page এবং ইউটিউব। আগ্রহীদের দেখার আমন্ত্রন জানানো যাচ্ছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর