২৪ জানুয়ারি, ২০২৩ ১৫:১৫

রোমস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বরগুনা জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

ইতালি প্রতিনিধি

রোমস্থ বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে বরগুনা জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

রোমে নব গঠিত বরগুনা জেলা সমিতির নেতারা ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীমা আহসানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

সোমবার বরগুনা জেলা সমিতির সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাস ভবনে গিয়ে রাষ্ট্রদূতের সাথে দেখা করেন।

বরিশালের পিরোজপুরের মঠবাড়িয়ার সন্তান রাষ্ট্রদূত শামীম আহসানকে তারা বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়া দূতাবাসের হেড অব চেন্সারি কাউন্সিলর জসীম উদ্দিন কেও বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কাউন্সিলর জসীমউদ্দীন ও বরিশালের ঝালকাঠির সন্তান। এ সময় দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী ও আয়েশা আক্তার, বরগুনা জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।

পরে তারা দূতাবাসের প্রথম সচিব(পাসপোর্ট ও ভিসা) সাইফুল ইসলামের সাথে প্রবাসীদের পাসপোর্ট সমস্যা নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আফতাফ বেপারী দূতাবাসে উপস্থিত ছিলেন। ইতালিতে বসবাসকারী বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশিদের পাসপোর্ট সমস্যা নিয়ে সমিতির পক্ষ থেকেও আলোচনা করেন আফতাফ বেপারী।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর