১০ ডিসেম্বর, ২০২৩ ১৮:২৯

কানাডায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

অনলাইন ডেস্ক

কানাডায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় কানাডার পার্লামেন্ট হিলের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে অটোয়া বিএনপি ও Global Bangladeshi’s Alliance for Human Rights (GBAHR)। 

মাইনাস ২০ ডিগ্রি তাপমাত্রা ও তুষারপাত উপেক্ষা করে ব্যানার-ফেস্টুন সহকারে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রদূত ও অটোয়া বিএনপির উপদেষ্টা আশরাফ উদ্দিন, বিশিষ্ট মানবাধিকার কর্মী এস এম হুমায়ুন পাটওয়ারী, অটোয়া বিএনপির সমন্বয়ক মো: মঞ্জুর মোরশেদ, মিসেস কবিতা নূর, রফিকুল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মোহাম্মদ মোবাশ্বির আলী, হাফিজুর রহমান লিটন, ইউছুপ হারুন, সৈয়দ আনোয়ার হোসেন, নজরুল ইসলাম, জাহাংগীর মিয়া ও শামছুল করিম লিটনসহ অনেকে।

মানববন্ধনে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। 

বক্তারা বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর