সিডনিতে ফাদার্স ডে উপলক্ষে ‘মিট মাই সুপার হিরো’ শিরোনামে পুরুষদের স্বাস্থ্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম (এবিএইচএফ) আয়োজিত অনুষ্ঠানে ফাদার্স ডে উদযাপনের পাশাপাশি পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় বিষয়ে আলোচনা হয়৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেনেরাল প্রাকটিশনার ডা. মাহবুবা খানম মুক্তা। বিশেষ অতিথি ছিলেন নাথান হ্যাগারটি, হুইপ এবং এমপি লেপিংটন, কারিশমা কালিয়ান্দা, পার্লামেন্ট সেক্রেটারি এবং এমপি লিভারপুল ও মাসুদ চৌধুরী, কাউন্সিলর ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল।
দৈনন্দিন জীবনের পুরুষের স্বাস্থ্য নিয়ে কথা বলেন ডা. সত্যজিৎ দত্ত। পুরুষের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন সাইক্রিয়াটিস্ট ডা. সামিয়া আরেফিন। ছেলেদের স্বাস্থ্য বিষয়ে অস্ট্রেলিয়াতে অত্যাধুনিক ইন্টারভেনশনাল রেডিওলজি সুবিধা নিয়ে আলোচনা করেন ডা. শ্যাডী ওসমা।
একটি বিশেষ পর্ব পরিচালনা করেন বিশিষ্ট সাইকোলজিস্ট জন মার্টিন। সাথে ছিলেন আরিফা ফেরদৌস, সাবিতা রহমান, ফিরোজা বেগম, ডা. ফৌজিয়া সুলতানা। এই পর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইক্রিয়াস্টিক ডা. নাহিদ সিদ্দিকী।
বিডি প্রতিদিন/হিমেল