মার্কিন কংগ্রেসম্যান টম সোয়াজিকে ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন।
১৫ সেপ্টেম্বর লং আইল্যান্ডে এক অনুষ্ঠানে গোলাম ফারুক শাহীন কংগ্রেসম্যান টম সোয়াজিকে ফুলেল শুভেচ্ছা জানান।
কংগ্রেসম্যান টম সোয়াজি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় বাংলাদেশের জনগণের পক্ষে একটি বিবৃতি দিয়েছিলেন। সেই আন্দোলনের বিজয় ঘটায় কংগ্রেসম্যানকে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে গোলাম ফারুক শাহীন ফুলেল শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
এ সময় গোলাম ফারুক শাহীন বলেন, কংগ্রেসম্যান টম সোয়াজী বাংলাদেশের পরম বন্ধু বলেই স্বৈরাচার পতনের আন্দোলনের পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিলেন।
শাহীন আরও বলেন, বাংলাদেশি আমেরিকানদের বিশ্বস্ত বন্ধু বলেই আগামী ৫ নভেম্বরের নির্বাচনে কংগ্রেসম্যানের পক্ষে সকল বাংলাদেশিদের কাজ করার আহ্বান জানাচ্ছি।
এ সময় কংগ্রেসম্যানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানিয়েছেন বিএনপির এই নেতা।
উল্লেখ্য, গোলাম ফারুক শাহীন এই কংগ্রেসনাল ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা এবং কম্যুনিটির স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যু ছাড়াও বাংলাদেশের সামগ্রিক কল্যাণে টম সোয়াজির সাথে কাজ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন