প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে কৃষি। নব্বই দশকের কৃষি আর আজকের কৃষি সত্যি অভাবনীয়। এখনকার কৃষিতে শিক্ষিত তরুণদের মেধা-শ্রমে বদলে যাচ্ছে পুরো কৃষি ব্যবস্থাপনা। ফলে শখের বশে নয়, কৃষি হচ্ছে স্মার্ট তরুণদের পেশা। তেমনি এক তরুণ উচ্চশিক্ষিত স্মার্ট উদ্যোক্তা শাহিনুল ইসলাম বকুল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। চাকরির পেছনে না ঘুরে মন দেন কৃষিতে। কৃষিতে জাতীয় পদকসহ পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কার। বদলে দিয়েছেন রংপুরের মিঠাপুকুর উপজেলার কৃষি ব্যবস্থাপনা। একাধারে মৎস্য চাষ, পরিবেশবান্ধব সবজি, বিভিন্ন ধরনের আম ও ফল চাষ, উত্তম সেচ ব্যবস্থাপনাসহ এবং বিভিন্ন সামাজিক ও সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করে কেড়েছেন সাধারণ মানুষের মন। রাখছেন কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা। শাহিনুল ইসলাম বকুল কৃষি তথ্য সার্ভিস রংপুরের আঞ্চলিক কর্মকর্তা কৃষিবিদ শাহাদাৎ হোসেনের পরামর্শে পরীক্ষামূলকভাবে পরিত্যক্ত আম বাগানের নিচে বস্তায় আদা চাষ শুরু করেন। আর তাতেই পান সফলতা। পরবর্তীতে রংপুরের বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ ড. মো. আবু সায়েমের পরামর্শে ও সার্বিক সহযোগিতায় ৫০০ বস্তায় আদা চাষের প্রদর্শনীসহ হাঁড়িভাঙা আম বাগানের পরিত্যক্ত জমিতে ১২ হাজার বস্তায় বাণিজ্যিকভাবে আদা চাষ করে সবাইকে তাক লাগিয়ে দেন। ফলনও পেয়েছেন ভালো। প্রতি বস্তা আদা উৎপাদন খরচ ৭০-৮০ টাকা। উৎপাদিত আদা বিক্রয় হয় ১২০-১৫০ টাকা। তিনি বারি-২ ও স্থানীয় থাইল্যান্ড জাতের আদা চাষ করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন। শাহিনুল ইসলাম বকুল বলেন, এক হাঁড়িভাঙা আমেই এলাকার কিষান-কিষানিদের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। আর সেই হাঁড়িভাঙা আমের পরিত্যক্ত জমি বা বাড়ির আশপাশের জমিতে কৃষকের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন (বস্তায় আদা চাষ) ডাক দিচ্ছে। আদা একটি মসলা জাতীয় ফসল। আমদানিনির্ভর। বস্তায় আদা চাষ করা একটি লাভজনক পেশা। ইতোমধ্যে কয়েকটি গ্রামে প্রত্যেক বাড়িতে ১০-২০ বস্তায় আদা চাষের কার্যক্রম হাতে নিয়েছে। হর্টিকালচার সেন্টার বুড়িরহাট রংপুরের সার্বিক সহযোগিতাও চেয়েছেন। বুড়িরহাট হর্টিকালচার সেন্টারের উপপরিচালক ড. মো. আবু সায়েম বলেন, বস্তায় আদা চাষ শুরু হওয়ায় কৃষিতে নতুন এক দিগন্তের সৃষ্টি হয়েছে।
শিরোনাম
- প্রাক-প্রাথমিকে ১৫০০ বিদ্যালয়ে স্মার্ট টিভি-ল্যাপটপ দেবে সরকার
- জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ
- দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা
- দেশব্যাপী শব্দদূষণবিরোধী অভিযানে ২৬৫ হাইড্রোলিক হর্ন জব্দ
- তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ২৯
- দেশের রিজার্ভ বেড়ে ২৭ বিলিয়ন ডলার
- মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে
- ছাত্রলীগের নির্যাতনের সহযোগী শিক্ষক-কর্মকর্তার বিচারের দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
- মিরাজের ঘূর্ণিতে তিনদিনেই জিতল বাংলাদেশ
- প্রিপেইড গ্যাস মিটার নিয়ে প্রতারণা এড়াতে তিতাসের সতর্কবার্তা
- শিল্পীদের মেধাসম্পদ সংরক্ষণে কাজ করছে সরকার : শিল্প উপদেষ্টা
- সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা
- ১১৯তম প্রাইজ বন্ডের ড্র, প্রথম বিজয়ী নম্বর ০২৬৪২৫৫
- রাজধানীর উত্তরায় ঢাবির বাসে হামলা, গ্রেফতার ৫
- প্রথম আলোর বিরুদ্ধে মামলার আবেদনকারীকে হুমকির অভিযোগ
- এক ঠিকানায় মিলবে সব ‘নাগরিক সেবা’
- এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না : নাহিদ
- দেশে শ্রমিক সমাজ সবচেয়ে অবহেলিত : রিজভী
আদা চাষ করে চমক
স্মার্ট তরুণদের পেশা এখন কৃষি
নজরুল মৃধা, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

গোবিপ্রবির এএসভিএম বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
১৭ মিনিট আগে | দেশগ্রাম

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনা হ্রাস ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের প্রশিক্ষণ
৪৬ মিনিট আগে | দেশগ্রাম